বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১৫ সদস্যের সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ফেসবুক পেইজে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিয়েট তালিকা প্রকাশ করা হয়।
এর আগে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন।
এছাড়াও সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিক মনোনীত হন।
২০২৫ সেশনের সেক্রেটারিয়েটের তালিকায় অফিস সম্পাদক পদে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক পদে আরবি বিভাগের নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাজহারুল ইসলাম মুজাহিদ, দাওয়াহ সম্পাদক পদে আরবি বিভাগের হামিদুর রশিদ জামিলের নাম ঘোষণা করা হয়। তারা সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।