স্বাধীনতার পতাকা উত্তোলক, ঢাকসু’র সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কাঠামোটিকে বদল করার জন্য অংশীদারিত্বমূলক রাজনৈতিকব্যবস্থা নিশ্চিত করতে হবে। বুধবার কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঢাকাস্থ সংগঠকদের এক সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাষ্ট্রক্ষমতায় বিকশিত সমাজশক্তির, রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করলে জাতীয় রাজনীতিতে যে-সৃজনশীল শক্তির উত্থান ঘটবে, তাতে ফ্যাসিবাদ আর ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না।
উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেন— বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় নতুন রাষ্ট্রশক্তির উত্থান অর্থাৎ রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব দিলেই ঔপনিবেশিক শাসনব্যবস্থা অবলুপ্তির প্রক্রিয়া শুরু হবে। জেএসডির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে— বাংলাদেশে বিকশিত সমাজ শক্তিগুলোকে ক্ষমতার অংশীদার করা। ভবিষ্যতে এই শক্তিই রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষেত্রের নিয়ন্ত্রণ কর্তা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,অ্যাডভোকেট কে এম জাবির,মোহাম্মদ তৌহিদ হোসেন,কামাল উদ্দিন পাটোয়ারী,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,অ্যাডভোকেট ফাতেমা হেনা, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু,আবদুল মান্নান মুন্সি, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, সুমন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।