জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি ও রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আর্তমানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর থানা জামায়াত আয়োজিত সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন,মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রকার আবেদন ছাড়াই মনুষত্ব দিয়ে মানুষ বানিয়েছেন। কিন্তু অন্য প্রাণীকে তা দেওয়া হয়নি। অথচ মানুষকে অন্য প্রাণীর তুলনায় খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। বুদ্ধি-বিবেকের দিক থেকেই মানুষ সৃষ্টির সেরা এবং অন্য প্রাণীর চেয়ে আলাদা। এই বুদ্ধিমত্তা দিয়েই মানুষ পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাই আমাদের পক্ষে কোনো অবস্থায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে সকলকে আত্মগঠনে মনোনিবেশ করার আহ্বান জানান।