শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

মনপুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

  • সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৬.২৬ পিএম
  • ৫৫ জন
সংগৃহীত ছবি

ভোলার মনপুরায় বালুর জাহাজের চুরি হওয়া নোঙর ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’গ্রুপের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা উপজেলা বিএনপির অফিসে ঢাঙানো জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে।

আহতদের মধ্যে চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপির সাবেক সংসদ নাজিম উদ্দীন আলমের ২৫ সমর্থক ও দল থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের ৫ সমর্থক রয়েছেন।

এলাকাবাসী জানায়, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’গ্রুপের মাঝে মারামারি হয়। এতে দু’গ্রুপের ৪ জন আহত হয়। পরবর্তীতে বিএনপির দু’গ্রুপের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টি সমাধানের দিন ধার্য করে। সালিশ ধার্যকৃত দিনে নৌ পরিবহণ উপদেষ্টা মনপুরায় আগমন করায় কোনো সমাধান সম্ভব হয়নি। সেই পুরোনো মারামারির ঘটনা পুনরাবৃত্তি করে আজ সকালে আবারও দু’গ্রুপে সংঘর্ষ ঘটে। এতে দু’গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়।

মনপুরা উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াসিন বলেন, সংঘর্ষের সময় হামলাকারীরা উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও লুটপাট করেছে। তারা অফিসে ঢাঙানো জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভেঙে তছনছ করে দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. কবির সোহেল জানান, সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৫ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আংশিক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

মনপুরা থানার ওসি মো. আহসান কবির জানান, সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লেখাঃ দৈনিক আমার দেশ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com