বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

এস আলমের ৬৮ ব্যাংক হিসাবসহ সম্পত্তি ক্রোকের আদেশ

  • সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৮.৫৭ এএম
  • ৬ জন

দেশে ব্যাংক কেলেংকারির অন্যতম হোতা এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তার ১৬টি স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন বিচারক।

সে সঙ্গে বগুড়া-২ আসনের সাবেক এমপি মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রীর পাঁচটি ব্যাংক হিসাব, একটি গাড়ি, পাঁচটি স্থাবর সম্পত্তি জব্দের আদেশ এবং ব্রাহ্মন্দি ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ১৯২টি সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত।

এছাড়া এদিন ভোলা-৪ আসনের সাবেক এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব, তার কন্যা ও পুত্র এবং সাবেক পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব আদেশ দেয়।

আদালতে দুদকের একাধিক তদন্তকারী কর্মকর্তা পৃথকভাবে এসব আবেদন করেন। এ সময় দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি বলেন, ক্রোক করা ১৬টি সম্পত্তির মধ্যে রয়েছে গুলশানে এস আলম টাওয়ারে ১০ তলা ভবন, ধানমন্ডিতে এক বিঘা জমিসহ ৬ তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে ১১ দশমিক ৮৮ শতাংশ জমিসহ ৪ তলা ভবন, গুলশানের ২৬৫৮ বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান-২-এর প্লট দশমিক ৭৮৮৮ একর জমি।

উত্তরা আবাসিক এলাকায় ৭ তলা ভবন, ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৩ দশমিক ০৩ কাঠা জমির প্লট, এক দশমিক ৭২০০ একর জমি, ৯৬ কাঠার জমি, এক দশমিক ৯৫৩৬ একর জমি, ১১ দশমিক ১০৬১ বিঘা, ১৩১ দশমিক ০৪ কাঠা জমি রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com