রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াই মানেই আলাদা এক রোমাঞ্চ। মহারণের এই এল ক্লাসিকো উপভোগের জন্যই অপেক্ষায় থাকেন ফুটবল অনুরাগীরা। দুই স্প্যানিশ জায়ান্টের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের স্বাদ আজ ফের নিতে পারবেন দর্শক। রাত ১টায় সৌদি আরবের মরুর বুকে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে দুদল মাঠে নামবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারায় বার্সা ২-০ গোলে। একই মাঠে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শেষ চারের ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে ধরাশায়ী করে নাম লিখেছে ফাইনালে। বার্সার ১৪তম সুপার কাপ জয়ের রেকর্ড ছোঁয়ার সুবর্ণ সুযোগ এবার রিয়ালের সামনে।
নিজেদের মধ্যে সবশেষ দুই ম্যাচের লড়াইয়ের বিচারে দুদলের পারফরম্যান্স সমানে সমান। গত বছর সুপার কাপে বার্সাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। অক্টোবরে বার্নাব্যুতে স্বাগতিক রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালান জায়ান্টরা।
মহারণের ফাইনালে বার্সাকে হারিয়ে শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিতে চায় রিয়াল।