শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সিলেটের অবিশ্বাস্য জয়ে ঢাকার টানা ষষ্ঠ হার

  • সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৯.৩৯ এএম
  • ১৬৫ জন

১৯৪ রানের লক্ষ্য দিয়েও জয়ের দেখা পেল না ঢাকা ক্যাপিটালস। নড়বড়ে শুরুর পরও দারুণ দৃঢ়তায় সে লক্ষ্য ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এর মাধ্যমে চতুর্থ ম্যাচে এসে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল দলটি, আর টানা ষষ্ঠ হারে পর্যবসিত হয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৪২ রানে ৩ উইকেট খুইয়ে বসে সিলেট। তবে দুইশর বেশি স্ট্রাইকে ব্যাট করে সিলেটের তরী ভাসিয়ে রাখেন উইকেটকিপার-ব্যাটার জাকির হাসান। ৭ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে সিলেটের জয়ের ভিত রচনা করে দেন তিনি।

এর সঙ্গে শেষদিকে রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪) এবং আরিফুল হকের (১৫ বলে ২৮*) ছোট তবে কার্যকরী ইনিংসগুলোতে চড়ে জয়ের দেখা পেয়ে যায় চায়ের দেশের দলটি।

ঢাকার পক্ষে ফরমানউল্লাহ এবং শুভম রঞ্জনে দুটি করে উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানকে (৬) হারায় দলটি। সে ধাক্কার পরই শুরু হয় লিটন-মুনিমের তাণ্ডব। দ্বিতীয় উইকেটে তারা দুজন মিলে ৮৮ বলে তুলেছেন ১২৯ রান।

১৬তম ওভারে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৪৩ বলে ১০ চার এবং ১ ছক্কায় ৭৩ রান করেন লিটন। এখন পর্যন্ত চলটি বিপিএলে এটাই তার সর্বোচ্চ ইনিংস।

এই ওপেনারকে সঙ্গ দেওয়া মুনিম শাহরিয়ার ৪৭ বলে করেছেন ৫২ রান। তার ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার।

শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ এবং অধিনায়ক থিসারা পেরেরার ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা ১৮ রানের দুটি ক্যামিওতে ১৯৩ রানে পৌঁছায় ঢাকার ইনিংস। তবে শেষ পর্যন্ত এই রানও টুর্নামেন্টে ঢাকার প্রথম জয়ের জন্য যথেষ্ট হয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com