সব ফুটবলারই স্বপ্ন দেখেন গোল করার। প্রতিপক্ষের জালে বল জড়াতে চান প্রতি ম্যাচেই। ইচ্ছা থাকে প্রতি বছর গোল উদযাপনের। কিন্তু কয়জন খেলোয়াড়ই বা সেই চাওয়াটা পূরণ করতে পারেন? কত দিনই বা মাঠের লড়াইয়ে খেলে যেতে পারেন? ক্যারিয়ারকে টেনে দুই যুগে নিয়ে যাওয়া তো বিরল ঘটনা।
আর টানা ২৪ বছর গোল করা তো রীতিমতো বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য সেই কীর্তিই গড়ে ফেলেছেন আল নাসরের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। নয়া এই মাইলফলক গড়েছেন বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে।
নিজেদের আল-আউয়াল পার্কে সৌদির জায়ান্ট ক্লাবটি জয় পেয়েছে ৩-১ গোলে। এই ম্যাচেই পেনাল্টি থেকে নির্ভুল নিশানায় প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন সিআর সেভেন। এই গোলের সুবাদেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ বছর গোল করার কৃতিত্ব দেখালেন পাঁচবারের এ ব্যালন ডি’অর জয়ী।
রোনালদো পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালে- স্পোটিং লিসবনের জার্সি গায়ে। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রথম গোলের সন্ধান পেয়েছিলেন ওই বছরই। তাতেই শুরু তার গোল স্কোরিং মিশন। আর পেছনে তাকাতে হয়নি। বছরের পর বছর ধরে ম্যাচের পর ম্যাচে স্কোরশিটে নিজের নাম লিখে গেছেন পর্তুগিজ এ সুপারস্টার। তার গোলের তালিকা সবশেষ বৃহস্পতিবার যোগ হয়েছে আরও একটি।
বড় দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরেই নতুন বছরটা শুরু করলেন গোল দিয়ে। সঙ্গে তার দলও বছর শুরু করল রোমাঞ্চকর জয় দিয়ে। লড়াইয়ের ৪২ মিনিটে স্পট কিক থেকে ঐতিহাসিক গোলটি উপহার দেন রোনােলদো। সেই আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ফুটবল সুপারস্টার লিখেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নাম লেখানোর বছরে রোনালদো পেয়েছিলেন পাঁচ গোল। বছর যেতে থাকে বাড়তে থাকে তার গোলের সংখ্যা। নাম লিখতে থাকেন নামী-দামি সব ক্লাবে। লিসবনে এক মৌসুম খেলেই নিজের জাত চিনিয়ে ফেলেন। দেন নিজের সামর্থ্যের প্রমাণ। তাতেই নজর কেড়ে নেন পাঁকা জহুরী ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের।
টিনএজার হিসেবে ইংল্যান্ডের ট্রান্সফার মার্কেটের রেকর্ড ১২ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে নাম লিখে মাঠের লড়াইয়ে গুরু ফার্গুসনকে মুগ্ধ করে এনে দেন ১৩ গোল। ২০০৯ সালে ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদ করার সময় রোনালদোর গোল বেড়ে যায় ১১৮টি।
ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়ে রোনালদো বনে যান আরও সুতীক্ষ্ণ। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে নিজেকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দেন এ মেগাস্টার। অবিশ্বাস্য নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে দ্বিরথ জমিয়ে রোনালদো নিজেকে রূপান্তর করে ফেলেন পুরোদস্তুর এক গোলমেশিনে।
পরে ক্লাবের ঠিকানা বদলাতেও গোলের তৃষ্ণা সব সময়ই পিছু করেছে তাকে। গোলের পর গোল করে যাচ্ছেন আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ এ পা দিতে যাওয়া এ ফুটবল মহাতারকা। চির সবুজ তারুণ্যধারণ করা তারকা এ ফরোয়ার্ড রিয়াল ছেড়ে গিয়েছিলেন ইতালির জুভেন্তাসে। পরে ম্যানইউতে ফিরলেও বেশি দিন টিকতে পারেননি।
এখন খেলে যাচ্ছেন আল আসরের জার্সি গায়ে জড়িয়ে। মধ্যপ্রাচ্যের ক্লাবটির হয়েও গত মৌসুমে পেয়েছেন ৪৩ গোল। এবার তো বছরের শুরুটা রাঙালেন গোলে। রোনালদোর ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৯১৭টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোকে পেতে হবে আরও ৮৩ গোল।
এবার ফুটবল অনুরাগীদের মনে প্রশ্ন জন্মেছে, রোনালদোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডটি কি ভাঙতে পারবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি? সেই সম্ভাবনা নেই বললেই চলে। রোনালদোর এই রেকর্ড ভাঙতে হলে ২০২৮ সাল পর্যন্ত খেলতে হবে ইন্টার মিয়ামির এ তারকা স্ট্রাইকার।
কেননা মেসি ক্যারিয়ারে প্রথম গোলটি পেয়েছিলেন ২০০৫ সালে। ৪২ বছর বয়সে তখন ২০২২ কাতার বিশ্বকাপ জয়ীর জন্য এমন কিছু করা এক রকম অসম্ভবই। সিআর সেভেনের রেকর্ডটি অক্ষত থেকে যেতে পারে বহুদিন।