শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরবেন না তামিম

  • সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ৮.৫৯ এএম
  • ৬ জন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন- এই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তামিম জানিয়ে দিয়েছেন তামিম আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি জানান।

শুক্রবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না বলেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান। তার কথায়, ‘এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অনুরোধ করায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নির্বাচক প্যানেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম বলেন, ‘অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।’

ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেও আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ব্যাপারে তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।’

ভক্তদের আশা পূরণ না করায় ক্ষমা চেয়ে তামিম বলেন, ‘ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, “তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com