রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

বাহাত্তরের সংবিধান প্রশ্নবিদ্ধ করলে ২৪ এর পরাজিত শক্তি লাভবান হবে

  • সময়: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৯.২৯ এএম
  • ৭২ জন

মুক্তিযুদ্ধ ও ৭২ এর সংবিধান প্রশ্নবিদ্ধ করলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি লাভবান হবে মনে করে গণফোরাম।

সোমবার রাতে দলটির সম্পাদক পরিষদের সদস্য মুহাম্মদ উল্লাহ মধুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির অবস্থান তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান যৌথভাবে জানান, ৭২ এর সংবিধান কবর নয়-কবর রচনা করতে হবে দীর্ঘ ১৫ বছর জনগণের অধিকার হরণকারী, হাজার হাজার মানুষকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করা ব্যক্তিদের বিচার।

তারা আরও বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার হত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের মাধ্যমে বাংলাদেশে জনগণ সাজা দিতে চায়। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনকালে সংবিধান লঙ্ঘন করে এবং অবৈধ সংশোধনী এনে জনতাকে নিষ্পেষিত করা হয়েছে সে দায় সংবিধানের নয়, অপরাধী হিসেবে শেখ হাসিনার বিচার করতে হবে।

দলটি মনে করে, বাংলাদেশের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত সে সংবিধানের মূল ভিত্তি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা। জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের মূল ভিত্তি বৈষম্যমুক্ত বাংলাদেশ। তাই বাংলাদেশের সংবিধান ও জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের মূল স্পিরিটের কোন অমিল নেই। মুক্তিযুদ্ধ ও ৭২ এর সংবিধান প্রশ্নবিদ্ধ করলে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি লাভবান হবে।

গণফোরামের মতে, ৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটেছে তা পূরণে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাই পুনরায় জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং ৭২ এর সংবিধানে সংস্কার এনে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংবিধান বাতিল করলে দেশে বিভাজন তৈরি হবে উল্লেখ তারা বলেন, সংবিধান বাতিলের সুযোগ কাজে লাগিয়ে পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসররা নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করে পরিস্থিতি সংকটাপন্ন করতে পারে। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কোন ব্যক্তি দল বা গোষ্ঠীর অপকর্মের জন্য প্রশ্নবিদ্ধ করা সমীচীন নয়। সকলের প্রতি আহবান সংবিধানের যৌক্তিক সংস্কারের মাধ্যমে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের ঐক্য সুসংহত রাখতে আসুন জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com