বন অধিদপ্তরের ফরেস্টার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরেস্টার পদে ৭৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
গত ৩০ এপ্রিল ফরেস্টার পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পদের লিখিত পরীক্ষা গত ২০ জুলাই নির্ধারিত ছিল। অনিবার্য কারণে সে সময় ফরেস্টার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত করা এ পরীক্ষা ২০ ডিসেম্বর নেওয়া হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় গ্রহণ করা হয়।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।