জনআকাঙ্ক্ষা পূরণে জনপ্রশাসনকে সংস্কারের লক্ষ্যে সরকারের কাছে সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি।
রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে এ প্রস্তাবনা দেয় বিএনপির প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
এ বিষয়ে ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘জনআকাঙ্ক্ষা পূরণে সংস্কার প্রস্তাবনা দিয়েছি। প্রশাসনে আমূল সংস্কার প্রয়োজন। আমরা প্রশাসককে সেবক রূপে দেখতে চাই। শর্ট, মিড এবং লং টার্ম সমাধানের কথা জানিয়েছি আমাদের প্রস্তাবনায়।’
ইসমাইল জবিউল্লাহ আরও জানান, প্রস্তাবনায় ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে যারা ভোট চুরি করেছে তাদের আইনের আওতায় আনার কথা বলা হয়েছে। এছাড়া প্রত্যেক নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, ডিসিদের ফিটলিস্ট তৈরি, মাঠ প্রশাসনে কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে প্রথম তিন মাস ফিল্ডে রাখাসহ যারা সিন্ডিকেট তৈরি করছে তাদের বিদায় করার সুপারিশ করা হয়েছে।
তাছাড়া, ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে ফেলতে উদ্যোগ নেওয়াসহ বৈষম্যের শিকার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায়বিচার নিশ্চিতের কথাও বলা হয়েছে প্রস্তাবনায়।