ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (২৫ নভেম্বর) এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১৯ নভেম্বর, হাইকোর্টের একটি বেঞ্চ তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন। এ আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার পুলিশ কমিশনার, এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
প্যাডেল চালিত রিকশা মালিকদের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক মো. মমিন আলী হাইকোর্টে এ রিট আবেদন করেন।
রিটের শুনানিতে প্যাডেল রিকশার পক্ষ থেকে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম সিদ্দিকী অংশ নেন। রিটে উল্লেখ করা হয়, ব্যাটারিচালিত রিকশার কারণে প্যাডেল চালিত রিকশা ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং এর নিয়ন্ত্রণহীন ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘিœত করছে।
হাইকোর্টের আদেশের পর থেকে ব্যাটারিচালিত রিকশা চালকেরা আন্দোলন করে আসছেন। তারা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। তবে আদালতের আদেশ কার্যকর হলে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।