মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

শাহজাহান ওমর গ্রেফতার

  • সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২.৪৪ পিএম
  • ২০ জন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে তিনি গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। পরে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুর আসার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

অপরদিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে গ্রেফতার দেখান পুলিশ।

শাহজাহান ওমর মুঠোফোনে জানান, গতকাল বুধবার রাতে আমার রাজাপুরের বাসভবনে দুর্বৃত্তরা হামলা করে। খবর পেয়ে আমি আজ সকালে রাজাপুর যাওয়ার পথে আমার গাড়িতে হামলা হয়। আমি রাজাপুর থানায় অভিযোগ জানাতে আসলে স্থানীয় বিএনপির লোকজন থানার সামনে জড়ো হয়ে আমাকে অবরুদ্ধ করে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম বলেন, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। তার বিষয়ে  পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com