সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের তোড়জোড়

  • সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬.২৮ পিএম
  • ২৩ জন

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত এবং রাজ্যের ভূমি ও সংস্কার বিভাগের সচিব বিবেক কুমারের সঙ্গে গত রোববার বৈঠক করেছেন। যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ-সংক্রান্ত যেসব বাধা আছে, সেগুলো দূর করা সম্ভব হয়।

এর আগেও একই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গোবিন্দ মোহন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে ধারাবাহিক বৈঠকগুলো মূলত কেন্দ্রের অতি আগ্রহই তুলে ধরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্য সরকারকে প্রকল্পটি দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করেছেন। তিনি রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে তহবিল বরাদ্দ করেছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ সঙ্গে পশ্চিমবঙ্গের মোট ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার সীমান্ত আছে। মোট সীমান্তের প্রায় ৮০ শতাংশই এরই মধ্যে বেড়া বা প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে।

এ বিষয়ে অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেন্দ্র বাকি ২০ শতাংশেও বেড়া বসাতে চায় এবং মনে করছে যে রাজ্য জমি হস্তান্তরে দেরি করছে।’

কেন্দ্র সরকারের এক কর্মকর্তার মতে, কেন্দ্রের কাছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণেই বিলম্বিত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যকে জমি অধিগ্রহণের পরিবর্তে সরাসরি জমি ক্রয় করতে অনুমতি দিয়েছিল। কারণ, পশ্চিমবঙ্গ সরকার নতুন জমি অধিগ্রহণ আইন গ্রহণ করেনি। প্রকল্পটি গত এক বছরে তেমন অগ্রগতি না হওয়ায়, কেন্দ্রের বিশ্বাস করার কারণ রয়েছে যে, রাজ্য সরকার প্রকল্পটির জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায়নি।’

পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয়ের এক কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে বলেছেন, রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ক্রয়ের প্রক্রিয়া চলমান।

তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি প্রক্রিয়াটি শিগগিরই সম্পন্ন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আমরা তাকে আমাদের অগ্রগতির বিস্তারিত জানিয়েছি।’

রাজ্য সরকারের অপর এক সিনিয়র কর্মকর্তা বলেন, বাংলাদেশ সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করার কথা ছিল ২০১৯ সালের মার্চ মাসে। কিন্তু জমি নিয়ে সমস্যার কারণে এই প্রকল্পটি থেমে যায়। এখন বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পেয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে পালটাপালটি অভিযোগের পরিপ্রেক্ষিতে।

গত রোববার পশ্চিমবঙ্গ সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত হচ্ছে।

তবে অমিত শাহ বা তার দল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির তরফ থেকে এই অভিযোগ নতুন নয়। কেন্দ্রীয় বিজেপি নেতারা অতীতেও বহুবার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে।

তবে তৃণমূল কংগ্রেসও পালটা অভিযোগ করে বলেছে, প্রতিবেশী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা কেন্দ্রের কাজ।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, চলতি মাসে পরপর দুটি বৈঠক এ বিষয়ে কেন্দ্রের গুরুত্বের বিষয়টিই তুলে ধরে।

প্রথমত, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘুদের ওপর কথিত আক্রমণের কারণে বিপুলসংখ্যক অভিবাসীর আগমন হতে পারে, যা নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন।

দ্বিতীয়ত, ২০২৬ সালের রাজ্য নির্বাচনের প্রাক্কালে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করতে চায় যে তৃণমূল সরকার সম্পূর্ণ বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com