‘ফ্যাসিস্টরা পালায়, কিন্তু বিপ্লবীরা বুক উঁচিয়ে দাঁড়ায়’ বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৭ জুলাইয়ের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেন, ‘কাকে পালানোর ভয় দেখাও? ফ্যাসিস্টরা পালায়, কিন্তু বিপ্লবীরা বুক উঁচিয়ে দাঁড়ায়।’
ভিডিওটিতে দেখা যায়, একদিক থেকে পুলিশের একটি দল এগিয়ে আসছে। অন্যদিক থেকে হাসনাত দুই হাত বাড়িরে এগিয়ে আসছেন। এ সময় সারজিসসহ আরও বেশ কয়েকজনকে পুলিশের সাথে বিতর্ক করতে দেখা যায়।
এর আগে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের খবরে এক পোস্টে ‘ঈদ মোবারক’ লিখেন হাসনাত আব্দুল্লাহ।