চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় দেশীয় অস্ত্র, গুলি, সাউন্ড বোমা ও ককটেল নিয়ে অবস্থান নেন।
একপর্যায়ে যুবলীগ নেতা হানিফ পক্ষের লোকজন দোকানপাটে ভাঙচুর ও লুটপাট শুরু করেন। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা।