মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

পেরুকে বিধ্বস্ত করে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

  • সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০.৫৬ এএম
  • ৩৫ জন

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকায় বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের খোঁজে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে জয় পাওয়া সেলেসাওরা এই ম্যাচকে নিয়েও ছিল আত্মবিশ্বাসী। দেখা মিলল অবিশ্বাস্য এক জয়েরও। পেরুকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে পেরুর বিপক্ষে আজ যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।

বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ৪-০ গোলের এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।

শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল সেলেসাওরা। তবে এবার জয় পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। পেরুকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল করেন বার্সেলোনার উইঙ্গার রাফিনহা।

দ্বিতীয়ার্ধে তিন গোল করে ব্রাজিল। যার প্রথমটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। এরপর একের পর এক সুযোগ তৈরি করেছে সেলেসাওরা। ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন আন্দ্রেয়াস পেরেইরা। নামার দুই মিনিটের মাথায় গোল পান তিনি।

আরেক বদলি হিসেবে নামা হেনরিকের পাস থেকে গোল করেন পেরেইরা। আর ৭৪তম মিনিটে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন সেই হেনরিক। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। বাছাইপর্বের টানা দুই ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুসংহত করল ব্রাজিল।

১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও উরুগুয়ে থেকে গোল ব্যবধানে পেছনে থাকায় টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2024
Developed BY www.budnews24.com