লেবাননের রেডক্রস জানিয়েছে, উত্তর লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ হামলায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার খ্রিস্টান অধ্যুষিত শহর আইটুরে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভবনে হামলাটি আঘাত হানে এবং এই মাসের শুরুর দিকে লেবাননে আগ্রাসনের পর থেকে এটি ছিল উত্তরাঞ্চলে ইসরাইলের অন্যতম বড় হামলা।
সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তাস্থা আনাদুলো।
এক বিবৃতিতে রেডক্রস জানিয়েছে, উত্তরাঞ্চলের ওই এলাকায় যে বাড়িটিতে হামলা হয়, সেটি বাস্তুচ্যুত পরিবারগুলো ভাড়া নিয়েছিল। এতো শিয়া অধ্যুষিত অঞ্চলে হামলা চালালেও এবার অভিযান বিস্তৃত করছে ইসরাইল।
হিজবুল্লাহ যোদ্ধারা প্রধানত দেশটির দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অবস্থান করছে। তাই সেখানে হামলা বাড়াচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।