শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ইতিবাচক ফিফা সভাপতি

  • সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১১.৪৯ এএম
  • ১৩ জন

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় পাঁচ মাস বাকি থাকলেও, এর উত্তেজনা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই উন্মাদনার অংশ হিসেবেই সম্প্রতি বিশ্বভ্রমণে বের হওয়া বিশ্বকাপের সোনালি ট্রফি আটলান্টিক পাড়ি দিয়ে বাংলাদেশ সফর করে গেছে।

এই সফরে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পান। সে সময় তিনি বলেন, বর্তমান প্রজন্ম হয়ত বিশ্বকাপে খেলতে পারবে না, তবে ভবিষ্যতে বাংলাদেশের কোনো দল বিশ্বকাপের মঞ্চে উঠবে—এই আশাই তাকে অনুপ্রাণিত করে। এবার সেই আশার পালে হাওয়া দিলেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর কাছে একজন অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো বিশ্বকাপে অংশ নিতে পারবে?

শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া উত্তরে ফিফা সভাপতি আশাবাদী কণ্ঠে বলেন, বাংলাদেশ অবশ্যই একদিন বিশ্বকাপ খেলতে পারে। তিনি জানান, নতুন দেশগুলোকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়াই ফিফার অন্যতম লক্ষ্য।

নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ টেনে ইনফান্তিনো বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আফ্রিকা অঞ্চল থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও, এশিয়া থেকে উজবেকিস্তান ও জর্ডান—এরা সবাই নতুন মুখ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশকে নিয়ে কেন তিনি আশাবাদী, তার ব্যাখ্যাও দিয়েছেন ফিফা সভাপতি। তিনি বলেন, বাংলাদেশ একটি ফুটবলপ্রিয় দেশ এবং এখানে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ফিফা বাংলাদেশে ফুটবল ও এর সঙ্গে সংশ্লিষ্টদের উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। তার মতে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর প্রতিভা রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে দেখার অপেক্ষায় রয়েছে ফিফা।

তবে ইনফান্তিনোর এই আশাবাদ কতটা বাস্তবে রূপ নেবে, তা সময়ই বলে দেবে। বাস্তব চিত্র বলছে, বিশ্বকাপ তো দূরের কথা—বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ প্রতিযোগিতায় খেলেছে মাত্র একবার, সেটিও ১৯৮০ সালে। হামজা চৌধুরী ও শমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকা সত্ত্বেও এবার এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি লাল-সবুজের দল। তবুও আশায় বাঁচে মানুষ—হয়ত একদিন সত্যিই বিশ্বকাপের মঞ্চে উড়বে বাংলাদেশের পতাকা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com