ফাহিমা আক্তার | জবি প্রতিনিধি
আগামী মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওইদিন ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ভোটগ্রহণের দিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত যানবাহন ক্যাম্পাসে না আনার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জকসু নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়। পরে পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৬ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
