খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সহিংসতা এবং হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।তিনি বলেছেন, ‘প্রাণহানি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যারা যুক্ত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
সাইফুল হক বলেন, ‘গত দুই দিনের ঘটনায় পাহাড়ি জনগোষ্ঠীসহ তিন জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানও আক্রান্ত হয়েছে।ভয় ও আতংকে জনজীবন অচল হয়ে পড়েছে।বিশেষ স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক উসকানি সৃষ্টিরও অপতৎপরতা অব্যাহত রেখেছে।’
তিনি বলেন, ‘পাহাড়ে সহিংসতা চলতে দিলে তা দেশের নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে।’
বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘পার্বত্য তিন জেলার সংকটের কোনো সামরিক সমাধান নেই, রাজনৈতিকভাবেই সংকটের সমাধান করতে হবে। আগেকার সরকারগুলোর জোরজবরদস্তি করে দমন করে শাসন করার নীতি-কৌশল এখন পরিবর্তন করতে হবে।’
তিনি বলেন, পার্বত্য তিন জেলার পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালিদের মধ্যকার অবিশ্বাস, অনাস্থা, অস্থিরতা ও বিরোধের রাজনৈতিক সমাধান বের করতে হবে।
১৯৯৭ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি পাহাড়ে শান্তি আনতে পারেনি, গোটা শান্তিচুক্তির পর্যালোচনাও জরুরি হয়ে পড়েছে বলেও উল্লেখ করে এই নেতা।
তিনি অনতিবিলম্বে পার্বত্য জেলাগুলোতে সামরিক -বেসামরিক সব ধরনের সহিংসতা বন্ধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও দাবি জানান।