ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে।
[ তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। ]
ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। এমন মন্তব্য ব্যক্ত করে ফেসবুকে পোস্ট করেছেন আবদুল্লাহ আল জাবের । তিনি আরো বলেন গত
১৭ বছরের রেজিম চলাকালীন সময়ে বর্ডারে তাদের অসংখ্য সিন্ডিকেট এখনো চলমান রয়েছে।
যার কারণে সেই ওয়ে ব্যবহার করেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর থেকে লুকিয়ে ভারতে ঢুকে পড়ে তারা।
সায়ের ভাইয়ের তথ্যমতে অত্যন্ত পরিকল্পিত ভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে।
বাকিটা যারা এমন অপরাধীদের জামিন দিয়েছেন এবং তাদের আটক রাখতে অসক্ষম হয়েছেন তারা জবাব দিবেন সারাদেশের জনগণকে।