জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রত্যর্পণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি।
২০১৩ সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের বিনিময় করতে পারে বাংলাদেশ-ভারত উভয়ই।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি।
তবে কীসের ভিত্তিতে কামালকে ফেরানোর কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এটা কি শুধুই একটি ফেসবুক স্ট্যাটাস নাকি অন্তরালে ঘটছে অন্য কিছু। শফিকুল আলম আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, তিনি আরও বলেন, গেলো ১৫ বছরে গুম খুনের মতো ভয়ংকর অপরাধের হোতা ছিলেন কামাল।