শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

  • সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯.৩৫ এএম
  • ১৫৪ জন

বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট। আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার নতুন নকশার নোট বাজারে ছাড়া হবে। নতুন এ ৫০০ টাকার নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে ছাড়া হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি x ৬৬৫ মিমি। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে সবুজ রঙের আধিক্য।

বাংলাদেশ ব্যাংক বলছে, নোটের সম্মুখভাগের বাম পাশে মুদ্রিত রয়েছে ঢাকা’র কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা শোভা পাচ্ছে। আর নোটের পেছনভাগে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

নতুন ৫০০ টাকার নোটে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডানদিকের কোণায় মুদ্রিত মূল্যমান ‘৫০০’ রঙ পরিবর্তনশীল উন্নত নিরাপত্তা কালিতে ছাপা হয়েছে। নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। একই সঙ্গে মূল্যমানের ভেতরে কোণাকুণিভাবে মুদ্রিত আরেকটি ‘৫০০’ লেখা স্পষ্টভাবে দৃশ্যমান হয়।

সম্মুখভাগের বাম পাশে রয়েছে ৪ মি.মি. চওড়া প্যাঁচানো নিরাপত্তা সুতা, যা লাল রং ও উজ্জ্বল স্বর্ণালী বারের সমন্বয়ে তৈরি। নোটটি হাতের ভঙ্গিতে নড়াচড়া করলে লাল অংশটি সবুজ রঙে রূপান্তরিত হয়, যাতে ‘৫০০ টাকা’ খচিত থাকে এবং এটি আলোতে ধরলে স্পষ্ট দেখা যায়। স্বর্ণালী বার অংশটি নড়াচাড়া করলে রংধনুর মতো উজ্জ্বল রঙের একটি চলমান বার হিসেবে উপরের দিক থেকে নীচের দিকে নড়তে থাকে।

দৃষ্টি–প্রতিবন্ধীদের ব্যবহারের সুবিধার্থে নোটের সম্মুখভাগের ডানদিকের নীচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা স্পর্শে অসামান্যভাবে অনুভূত হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com