শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করছে জনগণ

  • সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৯.০০ এএম
  • ১৩২ জন

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে, বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপকভাবে সমর্থন করছে।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। একইভাবে ৭০ শতাংশ উত্তরদাতা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মদক্ষতা ভালো।

আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশিরা অগ্রগতি দেখতে পাচ্ছেন—এটি স্পষ্ট। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা নির্দেশ করে।”

জরিপে উঠে এসেছে, আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের অংশগ্রহণের প্রবল আগ্রহ রয়েছে। ৬৬ শতাংশ মানুষ বলেছেন “তাদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি”, ২৩ শতাংশ বলেছেন ‘‘তাদের ভোট দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে”।

এছাড়া ৮০ শতাংশ উত্তরদাতা মনে করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহানা কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উচ্ছ্বাস দেখায় যে চলমান সংস্কার পদক্ষেপ ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত গবেষণা পরিচালনা করে যাতে নীতি, রাজনীতি ও শাসনব্যবস্থা নিয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি বোঝা যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে সংস্থাটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা জোরদারে কাজ করছে।

গত অক্টোবরে আইআরআই একটি প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পরিচালনা করে এবং তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সীমিত পর্যবেক্ষণ মিশনও মোতায়েন করবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com