সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

আ.লীগের মোকাবিলায় মাঠে থাকবে এনসিপি

  • সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮.৪৯ এএম
  • ১১ জন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া গণহত্যা মামলার রায়ের দিনক্ষণ জানা যাবে ১৩ নভেম্বর। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ওইদিন বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নীলনকশা আঁটছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। দলটির নেতাকর্মীরা এমন পরিকল্পনার অংশ হিসেবে সামাজিকমাধ্যমে সরব হয়ে নানা ধরনের প্রচার-প্রোপাগান্ডা চালাচ্ছে। সহিংস পরিস্থিতি সৃষ্টি, বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচন বানচালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদের মোকাবিলায় তাৎক্ষণিক কর্মসূচি দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির শীর্ষ একাধিক নেতা জানিয়েছেন, আমরা শুনতে পাচ্ছি, ভারত থেকে গণহত্যাকারী পতিত শেখ হাসিনা তার ফ্যাসিস্ট বাহিনী আওয়ামী লীগকে মাঠে নামানোর পরিকল্পনা করছে। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা ও নাশকতার ছক কষছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা মাঠে নামলে গণঅভ্যুত্থানের দল হিসেবে এনসিপি ঘরে বসে থাকবে না। ফ্যাসিস্টরা যাতে গণহত্যার বিচার বাধাগ্রস্ত এবং দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য তৎপর রয়েছে এনসিপি।

সূত্র বলছে, রাজধানীতে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। ওইদিন ঢাকায় লোকজন জড়ো করতে সামাজিকমাধ্যমে সক্রিয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু তারপরও থেমে নেই, তাদের গোপন তৎপরতা। এতে জনমনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে, ওইদিন কী ঘটবে! এমতাবস্থায় পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এনসিপি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দলটির শীর্ষনেতারা।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিকমাধ্যমে সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। তেমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হতে পারে, সেটি নিশ্চিত করা সরকার ও প্রশাসনের কাজ। তারপরও উদ্ভূত যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় ছাত্র-জনতাকে অল্প সময়ের নোটিস তাৎক্ষণিক রাজপথে নামার ডাক দেবে এসসিপি। সেই কর্মসূচি কেমন হবে, তা ঘটনা চক্র ও পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে এখনই বলা যাচ্ছে না।

এনসিপির শীর্ষ পাঁচ নেতার একজন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিএনপি-জামায়াত নেতারা নানা কথাবার্তা বলছেন প্রতিদিন। জামায়াতের নেতৃত্বে কিছু দল কর্মসূচিও পালন করছে। বিএনপি ও তার মিত্ররা নির্বাচন নিয়ে কত কথা বলছে। কিন্তু শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের সক্রিয় হওয়া এবং নির্বাচন বানচালে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা ও ষড়যন্ত্র নিয়ে সোচ্চার হচ্ছে না, কর্মসূচি নিয়ে মাঠে থাকা তো দূরের কথা। এটি চিন্তার বিষয় বৈকি!

সংশ্লিষ্ট সূত্রমতে, গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারকাজ প্রায় শেষের দিকে। তার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায়ের দিনক্ষণ জানানো হবে। ফলে ওইদিন বা আগে-পরে দেশ অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতোমধ্যেই বাছাই করা হয়েছে। তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণও দেওয়া হয়। রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com