শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতল রিয়াল

  • সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৪.০৭ পিএম
  • ৫৭ জন

এল ক্লাসিকোর আগে হঠাৎ করেই আলোচনায় রিয়ালের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। যার কেন্দ্রবিন্দুতে মাঠের ছাদ। আগেরবারের মতো এবারও বার্সেলোনার বিপক্ষে ছাদ বন্ধ করেই খেললো রিয়াল। বদ্ধ মাঠে গোল, পেনাল্টি মিস, রেফারির সিদ্ধান্ত বদল, লাল কার্ড, টাচলাইনে হাতাহাতি; কোনোকিছুরই কমতি ছিল না। তাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরাশায়ী করল ‘লস ব্লাঙ্কোস’রা। চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ২-১ ব্যবধানে জিতল রিয়াল। সেই সঙ্গে গত মৌসুমের টানা চার ক্লাসিকো হারের বদলাও নিয়ে নিলো খানিকটা।

 

ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোলটা কিলিয়ান এমবাপ্পে করলেও আসল নায়ক ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। গোল করে ও করিয়ে রিয়ালের জয়ের নায়ক এই তরুণ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। কাঁধে অস্ত্রোপচার থেকে সেরা উঠে আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিপক্ষে গোল পাওয়া বেলিংহ্যাম এবার মেলে ধরলেন নিজের সেরাটা। বার্সেলোনার হয়ে এক গোল শোধ করেন ফেরমিন লোপেজ। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।

 

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ক্লাসিকোর সবকটিতে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল। চলতি মৌসুমে জাভি আলোন্সোর কোচিংয়ে প্রথম ক্লাসিকোয় এবার জয়ের স্বাদ পেল তারা। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১০ ম্যাচে ৯ জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৫ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপার দৌঁড়ে খানিকটা পিছিয়েই পড়লো তারা।

 

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি পায় রিয়াল। পরবর্তীতে ভিএআর দেখে সেটি বাতিল করেন রেফারি। এরপর ত্রয়োদশ মিনিটে এমবাপ্পে জাল খুঁজে নিয়ে উল্লাস শুরু করলেও অফসাইডে থমকে যেতে হয় তাকে। এরপরও দমে না গিয়ে একের পর এক আক্রমণে অবশেষে ২২তম মিনিটে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

 

বল দখলের লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল বার্সেলোনা। রিয়ালের এগিয়ে যাওয়াতেও বিন্দুমাত্র ধার না কমিয়ে পাসিংয়ের পসরা জারি রাখে হ্যান্সি ফ্লিকের দল। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৩৮তম মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে লোপেজের গোলে সমতায় ফেরে কাতালানরা। অবশ্য বিরতির ২ মিনিট আগেই ব্যাবধান বাড়ান বেলিংহ্যাম। এডার মিলিতাওয়ের পাস থেকে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার।

 

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ানোর মোক্ষম সুযোগ পেয়েছিল রিয়াল। তবে এমবাপ্পের স্পট কিক ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক সেজনি। পরমুহূর্তে সমতায় ফেরার সুযোগ হাত ছাড়া করেন লোপেজ। এরপর আসে উত্তেজনার চরম মুহূর্ত। ম্যাচের যোগ করা সময়ের দশম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রি, সে সময় দু দলের খেলোয়াড়দের মধ্যেয় হাতাহাতি হয়। হলুদ কার্ড দেখেন বেঞ্চে বসে থাকা রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রে লুনিন। এরপর রেফারি শেষের বাঁশি বাজাতেই উল্লাসে মাতে রিয়াল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com