শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

আজই তাহলে সিরিজ জয়ের উৎসব?

  • সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১২.০৬ পিএম
  • ২৩ জন

দ্বিতীয় ওয়ানডের আগে প্রেসবক্স থেকে উইকেট দেখে কোনো পরিবর্তন মনে হয়নি। দূর থেকে বাংলাদেশ দলের অনুশীলন দেখে আরো স্পষ্ট বোঝা যাচ্ছিল, উইকেট প্রথম ওয়ানডের মতোও। এর মধ্যেই বিসিবির এক কর্মকর্তা এক আড্ডায় বলছিলেন, ‘এমন উইকেট বানিয়ে জিততে না পারলে তো বিশ্বকাপই খেলতে পারব না। বিশ্বকাপ নিশ্চিত করতেই এমন স্পিন স্বর্গ বানানো হয়েছে।’ বিসিবির ওই কর্মকর্তার সুর পাওয়া যায় স্কোয়াড দেখেও। গত পরশু শেষ সময়ে স্কোয়াডে নাসুম আহমেদকে যোগ করা হয়েছে। তাতে আরো স্পষ্ট হয়েছে উইকেটের আচরণে পরিবর্তনের কোনো আশা নেই। বরং, এই উইকেটে আরো একবার ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এসে সিরিজ জয়ের সেই আশার কথাই শুনিয়ে গেছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। সিরিজ নিশ্চিত করতে আজ দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উঠে এসেছিল প্রথম ওয়ানডের উইকেটের কথা। সেই প্রশ্নের উত্তরে মুশতাক আহমেদ বলেন, ‘দিল্লিতে আমাদের (পাকিস্তান) বিপক্ষে অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়া ইনিংসে এর চেয়ে বাজে উইকেট ছিল।’ এমন স্পিন সহায়ক উইকেট স্পিনারদের জন্য কাঙ্ক্ষিত হলেও তাদের জন্য সতর্কবার্তা দিয়ে রাখেন মুশতাক। তার কথায়, ‘এই ধরনের উইকেটে বার্তাটা পরিষ্কার। ভালো ওভার আর টাইট বল করতে হবে। তাহলেই উইকেট আসবে। প্রক্রিয়া আর বিশ্বাসটা ঠিক রাখতে হবে।’

প্রক্রিয়া ঠিক রাখতে অনুশীলনে স্পিনারদের নিয়ে বাড়তি কাজ করেছেন মুশতাক আহমেদ। ম্যাচের আগে স্পিনারদের ঘিরে এমন বাড়তি আগ্রহে প্রশ্ন জেগেছে, তাহলে কী বাড়তি স্পিনার খেলাবে বাংলাদেশ? সেই উত্তরে সরাসরি কোনো উত্তর দেননি মুশতাক। তবে অনুশীলনের ধরনের স্পষ্ট, একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে মাত্র দুই ওভার বোলিং করা এই পেসারকে রাখা হবে সাইড বেঞ্চে। বদলি হিসেবে সুযোগ পেতে পারেন সিরিজের মাঝপথে ডাক পাওয়া নাসুম আহমেদ। সেক্ষেত্রে বাংলাদেশ একাদশে থাকবে এক পেসার। একাদশ নিয়ে প্রশ্নের উত্তরে মুশতাকের উত্তর ছিল, ‘আমি এখনো নিশ্চিত নই। আগামীকাল (আজ) দেড়টায় উত্তর পাওয়া যাবে।’

একাদশ নিয়ে কোনো সদুত্তর না থাকলেও সিরিজে দলের লক্ষ্য নিয়ে একদম স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন মুশতাক আহমেদ। তার ভাষ্য ছিল, ‘বিশ্বাসই সবকিছু। যদি আমার বিশ্বাস দুর্বল হয়, তাহলে খেলোয়াড়রা এটা নিতে পারবে না। আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি টেম্পারমেন্ট ও বিশ্বাসের ব্যাপার। বাংলাদেশ দলে দারুণ কিছু খেলোয়াড় আছে এবং তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। আমাদের এটা (৩-০ ব্যবধানে সিরিজ জয়) বিশ্বাস করতে হবে।’

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য আজ জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরা। মিরপুরের স্পিন স্বর্গে জয় পাওয়া কঠিন মানলেও অসম্ভব ভাবতে নারাজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে সংবাদ সম্মেলনে আসা খাইরি পিয়েরি। তিনি বলেন, ‘আমি জানি এটা কতটা চ্যালেঞ্জিং। এটা কঠিন পথ, কিন্তু আমি ম্যাচ বাই ম্যাচ উন্নতির চেষ্টা করছি। যতটুকু সম্ভব উন্নতি করতে হবে।’

প্রথম ম্যাচ শেষে অধিনায়ক শাই হোপ উইকেট নিয়ে খানিকটা ক্ষোভ ঝাড়লেও, খাইরি পিয়েরি অবশ্য তেমন কিছু বলেননি। তার কথায়, ‘উইকেট স্পিনারবান্ধব। যে ধরনের উইকেট দেওয়া হোক, আমাদের খেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই উইকেটে আমাদের মানিয়ে নিতে হবে। উইকেট কোনো ব্যাপার না। ব্যাপারটা পুরোপুরি ম্যাচ খেলা এবং সঠিকভাবে খেলা।’

উন্নতির ধারাবাহিকতা তৈরির আগে ক্যারিবিয়ানদের সামনে চ্যালেঞ্জ ম্যাচ জয়। এ লক্ষ্যে স্কোয়াডে দুই পরিবর্তন এনেছে তারা। স্পিনার আকিল হোসেন ও ব্যাটার র‍্যামন সিমন্ডসকে ডেকেছে তারা। যদিও ব্যাপারটি নিয়ে করা প্রশ্নের উত্তরে দলটির মিডিয়া ম্যানেজার জানান, তেমন কিছু হয়নি। বরং, অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নামবে তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com