পাঁচ উইকেট শিকারের পর আরও একবার জ্বলে উঠলেন রিশাদ হোসেন। তাতে অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ ৩৫ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ অলআউট হয়েছে ১৩৩ রানে আর বাংলাদেশের জয় ৭৪ রানে। এর আগে ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু বাংলাদেশি বোলারদের দাপটে খেই হারিয়ে ম্যাচ হারল ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।