আজ রোজ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ সকাল ১১ ঘটিকায় সাভারের রানা প্লাজা চত্বরে পাঁচ দফা দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার, আশুলিয়া সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ মুহাম্মদ ফারুক খান। মানববন্ধনে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নসহ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার দাবীতে বক্তব্য রাখেন নেতা-কর্মীরা। সাভারসহ সারাদেশে ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের সভাপতি আলহাজ মুহাম্মদ ফারুক খান বলেন, জুলাই সনদের আইনী স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্তরবর্তীকালীন সরকারের কাছে আহব্বান জানান দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং কার্যকর করার জন্য। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনের জোর দাবী জানান। এছাড়াও ঢাকা ১৯ (সাভার,আশুলিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী হওয়ায় দোয়া চেয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এর আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে যোগদান করেন। এসময় নেতাকর্মীরা তাদের দাবীসমূহ নিয়ে বক্তব্য রাখেন।
শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ করে দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এসময় সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান।