শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

  • সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬.২৭ পিএম
  • ২৯ জন

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তিন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করে স্থান ত্যাগ করেন।

রোববার ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতর অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পুলিশের বাঁধার মুখে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে চলে যান।

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তাদের অন্য দুটি দাবি মধ্যে রয়েছে- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এসময় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা থেকে শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়লে কয়েকজন আহত হন বলে দাবি করেন আন্দোলনকারীরা।

ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে নিয়ে যেতে দেখা যায়। আটকের পর কয়েকজকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের ৫ মিনিটের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয়।

ডিসি মাসুদ শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা শহীদ মিনারে চলে যান; পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতারা শহীদ মিনারে চলে গেছেন। সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না’

পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে। কয়েকজনকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কয়েকজন আহত হন। এ সময় পুলিশ বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষক-কর্মচারীরা ঘুরেফিরে প্রেসক্লাবের সামনেই অবস্থান নেয়।

এতে কয়েক দফা লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুঁড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বেলা তিন পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। প্রায় ৬ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে বিভিন্ন গন্তব্যের পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকাল তিনটার পর তারা শহীদ মিনারের দিকে সরে যান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com