বিশ্বকাপ বাছাই শেষে প্রীতি ম্যাচে মাঠে নেমেও ফর্মের ধারাবাহিকতা অব্যাহত রাখলো ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচে কোরিয়ানদের স্রেফ উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে ৫-০ ব্যবধানের বড় জয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করলো সেলেসাওরা। দলের জয়ে দুটি করেন গোল করেছেন এস্তেভো ও রদ্রিগো। অন্য গোলটি করেছেন ভিনিসিউস জুনিয়র।
সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় ব্রাজিল। তাতে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় সাম্বার ছন্দধারীরা। দারুণ রক্ষণচেরা পাস বাড়ান ব্রুনো গিমারাইস, চোখের পলকে ছুটে গিয়ে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভো।