শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

টানা এক বছর খেলাপি থাকা ঋণ অবলোপনের সুযোগ চায় এবিবি

  • সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২.১৬ পিএম
  • ৭৩ জন

কোনো ঋণ টানা এক বছর খেলাপি থাকলে তা অবলোপনের সুযোগসহ আটটি দাবি জানিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীরা। এখন কোনো ঋণ টানা দুই বছর ‘মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি’ থাকলেই তা অবলোপন করা যায়। আগে এ সময়সীমা ছিল তিন বছর।

সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা এ দাবি তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু দাবির বিষয়ে গভর্নর একমত পোষণ করেন। আবার অনেক বিষয় গ্রাহকের স্বার্থ বিবেচনা করে এড়িয়ে যাওয়া হয়। যেসব বিষয়ে একমত পোষণ করেছে তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সার্কুলার জারি করা হবে।

এবিবির পক্ষ থেকে যেসব দাবি তোলা হয় তা হলো- বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মাঝেমধ্যে আগের নিয়মে অর্থ জমা করা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে ২-৭ দিন সময় লেগে যাচ্ছে। এ জন্য সব লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা; ব্যাংকগুলোর টিয়ার-২ বন্ডের মূলধন সংগ্রহ কাঠামো নমনীয় করা; ঋণ শ্রেণীকরণ ও নিরাপত্তা সঞ্চিতি নীতিমালায় অতিক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতে ছাড় দেওয়া; কোনো ঋণ টানা এক বছর খেলাপি থাকলে তা অবলোপনের সুযোগ প্রদান; চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে সীমার অতিরিক্ত অংশ সমন্বয়ে ৯০ দিনের অতিরিক্ত সময় ও ডিসেম্বর পর্যন্ত নবায়নের অনুমতি প্রদান; ব্যাংকিং সেবার নির্ধারিত মাশুল বাতিল করে নিজ নিজ ব্যাংককে সেই দায়িত্ব দেওয়া এবং ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইকরণে পূর্ণ স্থায়ী ঠিকানা দেখার সুযোগ। এছাড়া গৃহঋণের সর্বোচ্চ সীমা ৫ কোটি টাকায় উন্নীত করা ও ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ প্রদান। হাইব্রিড গাড়ির ঋণে ৯০ শতাংশ পর্যন্ত ঋণের সুযোগ এবং ঋণসীমা অপসারণ। ব্যক্তিগত ঋণের সীমা ৪০ লাখ টাকায় নির্ধারণ। জামানতবিহীন ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা ৫০ লাখ টাকায় নির্ধারণ করা।

সভায় এবিবির পক্ষে উপস্থিত ছিলেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, ডাচ্‌–বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, প্রাইম ব্যাংকের এমডি হাসান ও. রশীদ, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com