পাকিস্তানের সংগ্রহ দেখে লড়াইয়ের আশা দেখেছিল ক্রিকেটপ্রেমীরা। তবে এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোটাও দেখাতে পারল না পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটের অনায়াস জয়ে সুপার ফোর শুরু করল ভারত।
এই জয়ে একদিক দিয়ে ইতিহাসও গড়ল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দ্বৈরথে টানা ৬ ম্যাচ জিতল ভারতীয়রা। এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। সেই সঙ্গে টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে তারা। এর আগে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রান তাড়া করে জিতেছিল ভারত।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে ১০৫ রান তুলে নেয় ভারত। ফিফটি থেকে ৩ রান দূরে থেকে বিদায় নেন শুভমান গিল। এরপর ৩ ওভারের মধ্যে ১৮ রানে পাকিস্তান ৩ উইকেট তুলে চাপ সৃষ্টি করলেও সেটা টিকেনি অভিষেক শর্মার তাণ্ডব। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন এই ওপেনার। শেষদিকে তিলক ভার্মা (৩৪*) অপরাজিত থেকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আসল কাজটা করেছেন সাহিবজাদা ফারহান ও অভিজ্ঞ ফখর জামান। ফখর চাপ সামলে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ১৫ রানে আউট হলেও ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। এছাড়াও সমান ২১ রান করেন সাইম আইয়ুব ও মোহাম্মদ নাওয়াজ। অধিনায়ক সালমান আলী আগা অপরাজিত থাকেন ১৭ রানে।
বাকিটা ফাহিমের ঝড়। ইনিংসের শেষ বলে পান্ডিয়াকে ছক্কা মেরেছেন ফাহিম। তাতেই ১৭১ রানের সংগ্রহ। টি–টোয়েন্টি ভারতের বিপক্ষে আগে ব্যাট করে এটাই পাকিস্তানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৫৯, মেলবোর্নে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে।
টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)।
ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।