জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ১৯৬৭ সালের পর এই প্রথমবারের মতো কোনো সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। খবর বার্তা সংস্থা সানার।
আল-শারা সিরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।
প্রায় ছয় দশক পর প্রথমবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের জাতিসংঘের মঞ্চে ফিরে আসাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
১৯৬৭ সালে শেষবারের মতো সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে তৎকালীন প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।
গত ডিসেম্বরে আল-শারার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদ ক্ষমতাচ্যুত হন। আসাদের পতনের ফলে দেশটিতে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।
তারপর থেকে আল-শারা আরব দেশ এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছেন। যদিও প্রাথমিকভাবে আল-কায়েদার সঙ্গে তার অতীতের সম্পর্ক নিয়ে সবাই সতর্ক ছিলেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি আল-শারা সম্ভবত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে সৌদি আরবে আল-শারা’র সাথে দেখা করেন। সেসময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি আসাদের শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত কয়েক দশকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন।