শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ

  • সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৭ এএম
  • ৩৯ জন

লন্ডনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। পুলিশ বলছে, পার্লামেন্ট স্কয়ারের সামনে ট্রাম্প বিরোধী এ সমাবেশে জড়ো হন প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী। প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন ট্রাম্প। খবর বিবিসির।

৫০ ​​টির বেশি ইউনিয়ন ও দাতব্য সংস্থার সমন্বয়ে গঠিত সংগঠন ‘স্টপ ট্রাম্প কোয়ালিশন’ এই বিক্ষোভের আয়োজন করে। তারা লন্ডনের পোর্টল্যান্ড প্লেস থেকে হোয়াইটহলের দিকে মিছিল নিয়ে যান।

বর্ণবাদকে না, ট্রাম্পকে না এবং ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করুন-এমন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন অনেকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজার ৬০০ পুলিশ কর্মকর্তা ছাড়াও অন্যান্য বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভের আগে জোটের একজন মুখপাত্র বলেন, ‘যে সরকার ট্রাম্প এবং বর্ণবাদের কাছে মাথা নত করবে, সে সরকারই ফ্যাসিবাদের দরজা খুলে দেবে।’

যদিও ট্রাম্প পার্লামেন্ট পরিদর্শনে আসেননি, বিক্ষোভকারীরা বলছেন যে তারা ‘ট্রাম্পবাদের রাজনীতিকে পরাজিত করতে’ এবং ‘শান্তি, সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর ভিত্তি করে বিশ্বের একটি বিকল্প, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি’ প্রচারের জন্য বিক্ষোভ করছেন।

বুধবারের বিক্ষোভের অন্যতম সংগঠক এবং রাজনৈতিক ভাষ্যকার জো গার্ডনার বলেন, ‘আমরা যা ঘৃণা করি তার সবকিছুর প্রতিনিধিত্ব করেন ট্রাম্প।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই আমাদের সরকার কিছুটা মেরুদণ্ড দেখাক।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com