স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ বিকেলের মধ্যে অবরোধ না তুললে বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়া হবে।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই। লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে তারা। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না।