ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অজ্ঞাত তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর বিবিসির।
ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বন্দুকধারী রাস্তায় পারুবির দিকে এগিয়ে আসছেন এবং অস্ত্র হাতে তার পিছনে হেঁটে যাচ্ছেন। সন্দেহভাজন ব্যক্তির খোঁজে এখন ব্যাপক তল্লাশি চলছে।
সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করার লক্ষ্যে ইউক্রেনীয় কর্তৃপক্ষ সাইরেন নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলছেন, ‘প্রয়োজনীয় সকল বাহিনী এবং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।’
শনিবার এক সংবাদ সম্মেলনে লভিভ পুলিশ প্রধান ওলেক্সান্ডার শ্লিয়াখোভস্কি বলেন, বন্দুকধারী আগ্নেয়াস্ত্র থেকে প্রায় আটটি গুলি চালিয়েছে।’
তিনি আরো বলেন, ‘খুব সাবধানতার সাথে পরিকল্পিতভাবে’ এ হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে, লভিভের প্রধান প্রসিকিউটর মাইকোলা মেরেট বলেছেন, গুলি চালানোর সম্ভাব্য সকল উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে, যার মধ্যে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততাও রয়েছে।
এখনো হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে কর্মকর্তারা এখনো নিশ্চিত করেননি যে এ হত্যাকাণ্ড সরাসরি রাশিয়ার চলমান যুদ্ধের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত কিনা।
৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরোমাইদান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি।