রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

ইসরাইল বিরোধী প্রতিবাদ করায় মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত

  • সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১২.২৫ পিএম
  • ৮৭ জন

গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করছে—এমন দাবি করে কোম্পানির নীতিমালার লঙ্ঘনের অভিযোগে চার কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদকারী দল ‘নো অ্যাজুর ফর অ্যাপার্টহাইড’ এক বিবৃতিতে জানায়, এই সপ্তাহে আনা হ্যাটল ও রিকি ফামেলি নামে দুই কর্মী ভয়েসমেইলের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর পেয়েছেন। পরে বৃহস্পতিবার আরও দুই কর্মী—নিসরিন জারাদাত ও জুলিয়াস শানকেও বরখাস্ত করা হয়েছে।

এই কর্মীরা সম্প্রতি মাইক্রোসফটের সদর দপ্তরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যেখানে তারা গাজার বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান এবং তাতে কোম্পানির সম্ভাব্য জড়িত থাকার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মাইক্রোসফট এক বিবৃতিতে জানায়, কর্মীদের আচরণ কোম্পানির নীতিমালার গুরুতর লঙ্ঘন করেছে এবং সাম্প্রতিক অন-সাইট বিক্ষোভ ‘উল্লেখযোগ্য নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।’

‘নো অ্যাজুর ফর অ্যাপার্টহাইড’ দাবি করছে, মাইক্রোসফট যেন ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দেয়।

প্রতিবাদী কর্মী হ্যাটল বলেন, ‘মাইক্রোসফট ইসরাইলকে গণহত্যা চালানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করছে, একই সময়ে নিজেদের কর্মীদের বিভ্রান্ত করছে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মাইক্রোসফট। যা কোম্পানিটির কর্মীরাই ফাঁস করেছেন। এক কর্মী মাইক্রোসফটের প্রেসিডেন্টকে সবার সামনে এ নিয়ে জেরা করে চাকরি হারিয়েছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com