রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

  • সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২.১৫ পিএম
  • ১১৬ জন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে।

এর আগে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। জনতার বাঁধার মুখে মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠক পণ্ড হয়ে যায়।

গোলটেবিল অনুষ্ঠানে জুলাই আন্দোলন নিয়ে নানা বিতর্কিত বক্তব্য দেয়া হয়েছে এমন অভিযোগ পেলে স্থানীয় ছাত্রজনতা অনুষ্ঠান স্থলে জড়ো হয়ে বাঁধা দেয়া। তারা এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সভাপতি আব্দুল লতিফ সিদ্দিকীসহ আয়োজকদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করে।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। তবে ততক্ষণ পর্যন্ত তিনি আসেননি। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার সভাপতিত্ব করার কথা থাকলে তিনিও উপস্থিত ছিলেন না।

জানা যায়, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। তারা লতিফ সিদ্দিকী, গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামালসহ উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে অবরুদ্ধ করে রাখেন। পরে লতিফ সিদ্দিকী ও মফিজুল ইসলাম খান কামালসহ ১০/১২ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী এসেছেন। কামাল হোসেন আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করেন। আমাদের ঘিরে ফেলে। তবে কারও গায়ে হাত দেয়নি।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন। গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের কথা জানানো হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com