গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলি বাহিনী গাজা সিটির আরো গভীরে প্রবেশ করছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও ফুটেজে দেখা যায় ইসরাইলি ট্যাঙ্কগুলো গাজা সিটির সাবরা এলাকায় অগ্রসর হচ্ছে। এতে বোঝা যায় এই অঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর স্থল আক্রমণ সম্প্রসারণ করছে।
সাবরা অবরুদ্ধ জেইতুননের কাছে অবস্থিত, যা গত সপ্তাহ ধরে ইসরেইলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
গাজা সিটির আল-আহলি হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সাবরায় ইসরাইলি বোমা হামলায় একটি শিশু নিহত হয়েছে।
শনিবারের শুরুতে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আসদা এলাকায় তাঁবুতে ইসরাইল কামান নিক্ষেপ করে। এতে ছয় শিশুসহ ১৬ জন নিহত হয়।
ত্রাণের সন্ধানে গিয়ে নিহত হন কমপক্ষে ২২ জন ফিলিস্তিনি। যার মধ্যে খান ইউনিসের দক্ষিণ-পূর্বে একটি বিতরণ পয়েন্টের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় অপুষ্টিতে দুই শিশুসহ আরো আটজন ফিলিস্তিনি মারা গেছেন। যার ফলে প্রায় দুই বছর আগে গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ২৮১ জনে দাঁড়ালো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ সামাজিক মাধ্যমে বলেছেন, নিহতদের মধ্যে ১১৪ জন শিশুও রয়েছে।
এদিকে, জাতিসংঘ শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন পাঁচ লাক মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।