আজ রোববার (১০ আগস্ট ২০২৫) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১২ দিন এর মধ্যে কারো তথ্যে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে । গতকাল শনিবার (০৯ আগস্ট ২০২৫) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এবার প্রায় ৪৪ লাখ নতুন ভোটারকে খসড়া সম্পূরক তালিকায় যুক্ত করা হচ্ছে। এই তালিকায় নতুন ভোটারদের তথ্য প্রকাশ করা হবে, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেবেন, যাতে নাগরিকরা নিজের নাম ও তথ্য যাচাই করতে পারেন।
এই খসড়া তালিকা প্রকাশের পর যেসব নাগরিক এখনও তালিকাভুক্ত হননি, তারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, কেউ যদি মৃত্যুবরণ করে থাকেন বা কোনো কারণে ভোটার হিসেবে অযোগ্য হন, তাদের নাম তালিকা থেকে কর্তনের জন্যও আবেদন করা যাবে। তদুপরি, যেসব ভোটার স্থান পরিবর্তন করেছেন, তারা ঠিকানা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং যাদের তথ্য ভুল রয়েছে, তারাও সঠিক করার সুযোগ পাবেন। এসব কার্যক্রমের জন্য নির্বাচন কমিশন চারটি নির্দিষ্ট ফরম নির্ধারণ করেছে: ফরম-২ (নতুন ভোটার অন্তর্ভুক্তি), ফরম-১২ (নাম কর্তন), ফরম-১৩ (তথ্য সংশোধন), এবং ফরম-১৪ (ভোটার স্থানান্তর)। এসব ফরমে আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত। জমাকৃত আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক যাচাই-বাছাই করে ২৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নিষ্পত্তি করা হবে। পরবর্তীতে সব ধরণের সংশোধন ও হালনাগাদ কাজ সম্পন্ন করে ৩১ আগস্ট ২০২৫ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, যেসব নাগরিক ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারাও এই হালনাগাদ তালিকায় যুক্ত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।