ক্রিস্টিয়ানো রোনালদো তার বয়সের মতো পারফর্ম্যান্সেও যেন চিরতরুণ। সবশেষ মৌসুম যেখান থেকে শেষ করেছেন, নতুন মৌসুমেও সেখান থেকেই শুরু করলেন আল নাসরের পর্তুগিজ তারকা। তুলুজের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
অস্ট্রিয়ার উন্টার্সবার্গ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল আল-নাসর। ২৫তম মিনিটে তুলুজের ইয়ান গবো গোল করে ফরাসি ক্লাবকে এগিয়ে দেন। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরান রোনালদো। তাতে প্রথমার্ধ সমতায় শেষ করেই বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে আল-নাসর। ৭৬তম মিনিটে মোহাম্মদ মারান গোল করে দলকে এগিয়ে দেন। তাতে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সৌদি প্রো লিগের ক্লাবটি।
গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। নতুন চুক্তিতে আল নাসরে ২০২৬-২৭ পর্যন্ত থাকবেন তিনি। দুর্দান্ত একটা মৌসুম যে কাটাতে চান, ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সেটাই জানালেন পর্তুগিজ যুবরাজ।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘(ভালো করার) খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।’
প্রাক-মৌসুম সফরে রোনালদোদের পরবর্তী ম্যাচ স্পেনে। রোববার লা লিগার দল আলমেরিয়ার মুখোমুখি হবে আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়ে নতুন মৌসুম শুরু করবে তারা।