রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

জামায়াত আমিরের বাইপাস সার্জারি হতে পারে শনিবার

  • সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১.৫৬ এএম
  • ১৪০ জন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ার পর বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

শনিবার এই সার্জারির প্রস্তুতি নেয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। সেখানেই তার সার্জারি করা হবে। জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে জামায়াত আমিরের অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে বেশ উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শীর্ষ নেতাদের অনেকেই হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার ও দলের নেতারা।

এর আগে বুধবার রাতে নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে বিকাল চারটার দিকে তার এনজিওগ্রাম করা হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তবে এই ব্লকের সংখ্যা আরও বেশি বলে অন্য একটি সূত্র জানিয়েছে। চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন। এই সার্জারির জন্য তাকে বিদেশে পাঠানোরও পরামর্শ দেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তবে জামায়াত আমির দেশেই এই সার্জারি করার সিদ্ধান্ত জানান।

সর্বশেষ অবস্থা জানতে চাইলে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালেই বাইপাস সার্জারির সিদ্ধান্ত হয়েছে। চিকিৎসকরা আগামী শনিবার এই সার্জারির পরিকল্পনা করছেন। বর্তমানে তিনি হাসপাতালেই ভর্তি আছেন।

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার অচেতন হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি। প্রচণ্ড গরমে পানিশূন্যতার কারণে তিনি পড়ে গিয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি। তাকে বিশ্বাসে থাকতে পরামর্শ দেয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে। সে অনুযায়ী মাত্র একদিন বাসায় থেকে পরদিন থেকেই তিনি আবার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েন। বুধবার সকালেও ১১ টা পর্যন্ত তিনি মগবাজারে দলের একটি অনুষ্ঠানে দীর্ঘক্ষণ বক্তব্য দেন।

তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা চলছিল। তারই অংশ হিসেবে বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন।

জামায়াত আমিরের জন্য দোয়া কামনা করে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে লেখেন-‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মানবিক গুণসম্পন্ন জননেতা ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকা মহানগরীর সর্বস্তরের জনশক্তি, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই ও বোনদের প্রতি আহ্বান— আসুন, আমরা সকলে সম্মানিত আমিরে জামায়াতের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি।

এর আগে বুধবার রাতে ফেসবুক পোস্টে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল লেখেন-‘মুহতারাম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগণ বাইপাস সার্জারি করার নির্দেশনা দিয়েছেন।

পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের প্রস্তাব ছিলো দেশের বাইরে সার্জারি করার। কিন্তু তিনি দেশেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। মহান রাব্বুল আলামিন তাকে হেফাজত করুন। সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।’

একীকরণের পোস্ট করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তারা জামায়াত আমিরের জন্য দোয়া করতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved by BUD News 24-2025
Developed BY www.budnews24.com