ভারতের কোচ হওয়ার জন্য সম্প্রতি আবেদন করেছিলেন জাভি হার্নান্দেজ ও পেপ গার্দিওলা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) নিশ্চিত করেছে, দুটি আবেদনই ভুয়া।
মানোলে মার্কুয়েজের বিদায়ের পর থেকেই ভারতীয় দলের প্রধান কোচের পদটা ফাঁকা পড়ে আছে। সম্প্রতি শূন্যস্থান পূরণের জন্য প্রক্রিয়া শুরু করেছে এআইএফএফ। গত বৃহস্পতিবার ভারতের প্রথম সারির প্রচারমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতীয় দলের কোচ হতে যে কয়েকজন আবেদন করেছেন তাদের মধ্যে জাভি অন্যতম।
বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর এখনো কোনো দলের সঙ্গে যোগ দেননি এই কিংবদন্তি ফুটবলার। এবার এআইএফএফ জানাল, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য জাভির পাশাপাশি গার্দিওলার নামেও আবেদন জমা পড়েছে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্বে আছেন এই স্প্যানিশ কোচ। তবে ভুয়া হওয়ায় দুটি আবেদনই বাতিল করে দিয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কোচের জন্য প্রাথমিকভাবে কিছু প্রার্থীদের বাছাইয়ের পর পর্যালোচনা করবে এআইএফএফ।
এক বিজ্ঞপ্তিতে এআইএফএফ জানিয়েছে, ‘জাভি হার্নান্দেজ ও পেপ গার্দিওলার নামে আবেদনপত্রসহ মেইল এসেছিল। যদিও এসব আবেদনের সত্য নিশ্চিত করা যায়নি। পরবর্তীতে জানা যায় এসব আবেদন ভুয়া।’