কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ তৃতীয় দিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্থলবাহিনীকে সহায়তা করার জন্য শনিবার (২৬ জুলাই) থাই নৌবাহিনী তাদের সীমান্তের কাছে চারটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। থাই সংবাদপত্র খাওসোদের ইংরেজি সংবাদ ওয়েবসাইটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আরেক দৈনিক দ্য নেশন জানিয়েছে, কম্বোডিয়ান সেনাবাহিনীর অবস্থান সম্প্রসারণের খবর পাওয়ার পর রয়্যাল থাই নৌবাহিনী সীমান্তের তিনটি স্থানে কম্বোডিয়ান বাহিনীর বিরুদ্ধে ‘ত্রাত পিখাত পাইরি ১’ নামে একটি অভিযান শুরু করেছে।