দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই কুড়ি ওভারের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এই সিরিজ জয় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।
উত্তরার মাইলস্টান স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার (২১ জুলাই) দুপুর একটার দিকে বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত অনেকেই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো শতাধিক শিক্ষার্থী।
দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা এই সিরিজটি উৎসর্গ করতে চাই।’
পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে লিটন বলেন, ‘আমাদের দল খুব ভালো ক্রিকেট খেলেছে। পাওয়ারপ্লেতে আমাদের ব্যাটিং ভালো হয়নি। কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছি। এরপর মাহেদ এবং জাকের যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখার মতো ছিল।’
শেষদিকে বাজে বোলিংয়ের বিষয়েও কথা বলেছেন লিটন, ‘আমরা যখন পিচ দেখেছি তখনেই মনে হয়েছে এখানে ১৩০ থেকে ১৪০ রানের মতো হবে। আমরা জানতাম ১৩০ রানের বেশি হলে সেটা ডিফেন্ড করা সম্ভব। আমাদের বোলাররা প্রথম ১০-১২ ওভার দুর্দান্ত বোলিং করেছে। কিন্তু এরপর থেকে আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। সেজন্য আমাদের ভুগতে হয়েছে।’