চলমান আবহাওয়া স্বাভাবিক থাকলেও ২৪ জুলাইয়ের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। আর সেই সিস্টেমটি নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বর্ষাকাল হিসেবে আগামী বুধবার নাগাদ গত কয়েকদিনের ন্যায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। আর সেই সিস্টেমটি নিম্নচাপে রূপ নিতেও পারে কিংবা নাও নিতে পারে। তবে কাছাকাছি সময়ে আরো সুস্পষ্টভাবে বলা যাবে। এতটুকু বলতে পারি- উত্তর বঙ্গোপসাগরে নতুন সিস্টেমটির প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়বে। তবে রাজধানী ঢাকায় খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এরপরও সময় ঘনিয়ে আসলে বুঝা যাবে।
তিনি বলেন, চলতি মাসে এ পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের চেয়ে বেশি নয়। জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের গড় ৫২৩ মিলিমিটার।
রোববার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আজ সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাদের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১৩৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও সাতক্ষীরায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা আগামী বৃহস্পতিবার ৷ বুধবার থেকেই রাজ্যজুড়ে ঝেঁপে বসতে পারে বৃষ্টি৷
তিস্তা নদীর পানি বাড়ছে
গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। রোববার সন্ধ্যায় ৬টায় তিস্তা ব্যারেজে ৫২ দশমিক ০৮ মিটার পানি রেকর্ড করা হয়েছে। তিস্তা ব্যারেজে পানির রেকর্ডকিপার রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছিল ৫১ দশমিক ৬৮ মিটার। আর রোববার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
সংস্থাটির মতে, শনিবার তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছিল ৫৮ হাজার কিউসেক। রোববার সকালে পানি রেকর্ড করা হয়েছে ৬৫ হাজার কিউসেক।