টানা তিন জয়ে ফাইনালে পা রেখেছিল রংপুর রাইডার্স। প্রত্যাশা ছিল টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগের (জিএসএল) শিরোপা জেতার। কিন্তু ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের ফাইনালে তাদের ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
জিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারল না নুরুল হাসান সোহানের দল। গায়ানাকে ৮ রানে হারিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছিল ফ্রাঞ্চাইজিটি। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নের মুকুট পরল গায়ানা।
প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯৬ রান জড়ো করে গায়ানা। জবাবে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে দলীয় ২৯ রানেই ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার ও কাইল মায়ার্সের উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই দুজনের ৭৩ রানের জুটিতে আশা টিকে ছিল রংপুরের।
২৬ বলে ৪১ রান করে সাইফ রান আউটের ফাঁদে পড়লে রংপুরের জয়ের স্বপ্ন মাটি হয়ে যায়। কিছুক্ষণ পর ৪৬ রান করে ফেরেন ইফতিখার। শেষদিকে তাই মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। গায়ানার হয়ে ৩৭ রানে ৩ উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস। ইমরান তাহির ও গুদাকেশ মোটি নেন দুটি করে উইকেট।
এর আগে জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে এই পুঁজি পায় গায়ানা। ৪৮ বলে ৬৭ রান করেন চার্লস। গুরবাজের অবদান ৬৬ রান। ৩৮ বল খেলেন তিনি। রংপুরের হয়ে খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৯৬/৪ (২০ ওভার); চার্লস ৬৭, গুরবাজ ৬৬; ইফতিখার ১/১২
রংপুর রাইডার্স: ১৬৪/১০ (১৯.৫ ওভার); ইফতিখার ৪৬, সাইফ ৪১; প্রিটোরিয়াস ৩/৩৭
ফল: গায়ানা ৩২ রানে জয়ী
ম্যাচসেরা: রহমানুল্লাহ গুরবাজ
সিরিজসেরা: ইমরান তাহির